
সুযোগ নেই ।
আমরা এবার করোনা মহামারী এর ৩য় ধাপ এ প্রায় পৌঁছে গিয়েছি। এটি সর্বাধিক আগামী ৬-১০ দিন অতিবাহিত করবে। এ সময় মোট সংক্রমিতদের ৪০-৫০ শতাংশ কোনও লক্ষন ছাড়াই ভাইরাসটি বহন করবে এবং অন্যকে নীরবে-নিভৃতে সংক্রমিত করবে। রোগটি আক্রান্ত হওয়া সবার মাঝেই সাধারন সর্দিকাশি, গলাব্যাথা আর জ্বর সহ উপস্থাপিত হবে। ভাইরাস জনিত রোগটির অস্বাভাবিক বিস্তার / আক্রান্ত হওয়া ঠেকাতে সবার জন্যই সর্বাধিক সাবধানতা অবলম্বনের এটিই চুড়ান্ত আর শেষ সময়।
এর পর আর সাবধানতার কোনও সুযোগ নেই।এর পর আর সাবধান হয়েও কোনও লাভ নেই।এর পর আর সাবধান হবার প্রয়োজনও নেই।

ডাঃ মোহাম্মদ জামাল ঊদ্দিন,
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট।
এ কথা বলেন।।
n