এডভোকেট হোসেন রানা
। । News Desk ।।
ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার, এ, জে, চৌধুরী স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে আয়োজিত (২২০৩) তম বেল্ট পরিক্ষা, সনদ প্রদান অনুষ্ঠান কর্ণফুলী কলেজ বাজারস্ত এ,জে,চৌধুরী কলেজের নতুন হলে সম্পন্ন। প্রধান অতিথিঃ জাসিম উদ্দিন (টিপু) অধ্যক্ষ এ, জে,চৌধুরী ডিগ্রী কলেজ।
প্রধান আলোচকঃ বাংলাদেশের সনামধন্য মার্শাল আর্ট আয়রণ ম্যান খ্যাত, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত গ্রেন্ড মাস্টার শিফু ওস্তাদ দিলদার হাসান দিলু। উদ্বোধকঃ ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা সহকারী প্রশিক্ষক এডভোকেট হোসেন রানা।

বিশেষ অতিথিঃ বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণফুলী উপজেলা সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু। বিশেষ অতিথিঃ বাংলাদেশ ছাত্রলীগ কর্ণফুলী উপজেলা সাজ্জাদ সাজিদ যুগ্ম আহবায়ক, মোহাম্মদ সাইফুদ্দিন,ও ছাত্রলীগ নেতা আব্দুল আল মামুন,মোঃ আতিকুল ইসলাম।
সহকারী প্রশিক্ষকঃ ব্ল্যাকবেল্ট হোল্ডার , মোঃ কামাল হোসেন, মোহাম্মদ কাউসার,নিপু সুত্রধর, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আব্দুল্লাহ আল জোবায়ের, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ওসমান, উদ্বোধক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন, শাখা সহকারী প্রধান প্রশিক্ষক আবু মাসুদ চৌধুরী (মাসুদ রানা),
এবং সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ব্লাক ব্যাল্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক, সহকারী প্রশিক্ষক হাসান মুরাদ সাগর।এতে আরো উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক
কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বানাজা ভূঁইয়া শিরু, মোহাম্মদ জসিম, অনিল দাশ, মো সালাম,প্রমুখ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
DMATc DMATc DMATc DMATc DMATc DMATc dav Md Arif Khan Md Arif Khan